যশোরে চোলাই মদসহ ২ মাদক চোরাকারবারি আটক

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজার থেকে ১০৮ লিটার চোলাই মদসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সদস্যরা।
গতকাল শুক্রবার রাতে নওয়াপাড়া বাজারের শুপারিপট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— অভয়নগর থানাধীন শংকরপাশা গ্রামের মো. জালাল খানের ছেলে মো. তরিকুল ইসলাম (৩৬) ও একই এলাকার মো. মকবুল বিশ্বাসের ছেলে মো. কামরুল ইসলাম (৩৯)।
র্যাব-৬’র যশোর কোম্পানি কমান্ডার লেফট্যানেন্ট এম সরোয়ার হোসাইন জানান, র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া বাজার শুপারিপট্টিতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচা করছে। র্যাব সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে ওই দুই জনকে আটক করে। সে সময় তাদের কাছ থেকে ১০৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
আটক দুই জনকে জেলার অভয়নগর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
Comments