চিকিৎসা দিয়েও কক্সবাজারে আহত হাতিকে বাঁচানো গেল না

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে অসুস্থ একটি বন্য হাতিকে চিকিৎসার পরেও বাঁচানো সম্ভব হলো না।
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে অসুস্থ একটি বন্য হাতিকে চিকিৎসার পরেও বাঁচানো সম্ভব হলো না।

আজ শনিবার ভোমরিয়াঘোনার রেঞ্জ বন কর্মকর্তা হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৯ মে কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ভোমরিয়াঘোনা বন রেঞ্জ অফিসের উদ্যোগে একদল প্রাণিসম্পদ চিকিৎসক অসুস্থ হাতিটিকে সর্বশেষ চিকিৎসা প্রদান করেন।

চিকিৎসার পর হাতিটি কিছুটা সুস্থ হয়ে ওঠে এবং খাবারের সন্ধানে বেশ কয়েকবার লোকালয়ে এসে হানা দেয়। তখন স্থানীয়রা হাতিটিকে বনের দিকে তাড়িয়ে দেয়। এভাবে লোকালয়ের আশপাশে হাতিটি কয়েকদিন ধরে ঘোরাঘুরি করে। 

এরপর দুদিন আগে ভোমরয়িা বন রেঞ্জের অধীন চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রাম বন বিট এলাকায় হাতিটির মৃত্যু হয়।

সংবাদ পেয়ে আজ সকালে ভোমরিয়াঘোনার রেঞ্জ বন কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে বন বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন। ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে কর্মরত প্রাণী সম্পদ চিকিৎসকগণ মৃত হাতিটির ময়নাতদন্ত সম্পন্ন করেছে।

ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর কী কারণে হাতিটির মৃত্যু হয়েছে তা জানা যাবে বলে জানিয়েছেন ভোমরিয়াঘোনা রেঞ্জ বন কর্মকর্তা হাফিজুর রহমান।

Comments

The Daily Star  | English

Country must be back in business without delay

Amid worker unrest and insecurity in the industrial sector, entrepreneurs and bankers have urged the new administration to focus on rebuilding confidence in the economy.

1h ago