করোনায় আক্রান্ত হয়ে দাউদ ইব্রাহিমের মৃত্যুর গুঞ্জন

ভারতের আলোচিত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী মেহেজবিন করোনায় আক্রান্তের খবর কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমনকি করোনায় আক্রান্ত হয়ে দাউদ ইব্রাহিম মারা গেছেন বলেও গুঞ্জন উঠেছে।
দাউদ ইব্রাহিম। ফাইল ফটো এপি

ভারতের আলোচিত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী মেহেজবিন করোনায় আক্রান্তের খবর কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমনকি করোনায় আক্রান্ত হয়ে দাউদ ইব্রাহিম মারা গেছেন বলেও গুঞ্জন উঠেছে।

ভারতের একাধিক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দাউদ ও তার স্ত্রী মেহেজবিন করাচির এক মিলিটারি হাসপাতালে চিকিৎসাধীন। দাউদের দেহরক্ষী ও অন্য সহায়কদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

শনিবার, এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস জানায়, দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী মেহেজবিনের করোনায় আক্রান্ত হবার খবর ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন দাউদ ইব্রাহিমের ভাই আনিস ইব্রাহিম।

আনিস ইব্রাহিমের বরাতে বেসরকারি ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানায়, দাউদ ইব্রাহিম ও পরিবারের কেউই করোনায় আক্রান্ত নয়। তারা এখন বাড়িতে কোয়ারেন্টিনে আছেন। এদিকে, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের করাচিতে ব্যবসা পরিচালনার কথাও স্বীকার করেন আনিস ইব্রাহিম।

আন্ডারওয়ার্ল্ড ‘ডি-কোম্পানি’র সমস্ত আর্থিক লেনদেনের বিষয় দেখাশোনা করেন আনিস।

১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের জন্য মূল হোতা হিসেবে আলোচিত দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী। ২০০৩ সালে ভারত ও জাতিসংঘ দাউদ ইব্রাহিমকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করে।

 

Comments

The Daily Star  | English
government changed office hours

Govt office hours 9am-3pm from Sunday to Tuesday

The government offices will be open from 9:00am to 3:00pm for the next three days -- from Sunday to Tuesday -- this week, Public Administration Minister Farhad Hossain said today

53m ago