নোয়াখালীতে গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক গৃহবধূকে স্বামীর সামনে থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে ওই নারী আজ শনিবার বিকেলে সাত জনের নামে মামলা করেছেন।
কবিরহাট থানার পরিদর্শক ফজলুল কাদের এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
অভিযোগ থেকে জানা যায়, গত ৩ জুন বিকেলে সুবর্ণচরের চরবৈশাখী গ্রাম থেকে জমি কেনার উদ্দেশ্যে কবিরহাটের পূর্ব নবগ্রামে স্বামীসহ এক আত্মীয়ের বাড়িতে যান ওই গৃহবধূ। তারা ওই আত্মীয়ের বাড়িতে রাতে অবস্থান করেন। রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় সমাজ কমিটির সভাপতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক আবুল কালামের নেতৃত্বে ৬-৭ জন গৃহবধূর আত্মীয়ের বাড়িতে আসেন।
ঘরে ঢুকে এই দম্পতির মধ্যে অবৈধ সম্পর্কের কথা বলে তাদের বিয়ের কাগজপত্র দেখতে চান। কিছু বুঝে উঠার আগে গৃহবধূ ও তার স্বামীকে আটক করে বাড়ির পাশের একটি জায়গায় নিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় তারা। এ সময় আব্দুস সাত্তার ও আবুল কালাম তাদের ছেড়ে দিতে টাকা দাবি করেন। ওই গৃহবধূর স্বামীকে পিটিয়ে জখম করে ৫-৬ জন মিলে ধর্ষণ করেন তারা।
কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. ফজলুল কাদের জানান, ঘটনার তিন দিন পর সাত জনের নামে গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন, কবিরহাট উপজেলা ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের আব্দুস সাত্তার, মো. সোহালে, আবুল কালাম, রিপন, মাসুম, গিয়াস উদ্দিন, নুর আলম।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রোববার সকালে ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
Comments