কুষ্টিয়ার জেলা প্রশাসকের করোনা শনাক্ত

কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনিসহ জেলায় আজ শনিবার সাত জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১১১ জনের করোনা শনাক্ত হলো।
কুষ্টিয়ার সিভিল সার্জন আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জেলা প্রশাসকের করোনা শনাক্ত হয়েছে। আজ সন্ধ্যায় তিনি জানিয়েছেন, তিনি বাসাতেই আছেন। তিনি স্বাভাবিক আছেন।’
তিনি আরও জানান, নতুন শনাক্তদের মধ্যে কুমারখালী উপজেলার দুই জন ও ভেড়ামারা উপজেলার চার জন রয়েছেন।
কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সূত্রে জানা যায়, আজ শনিবার মোট ১১১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার ছিল ৬৮টি।
Comments