চাঁদপুরে পাঁচ বছরের শিশুকে গলাটিপে হত্যা

নিজের মাকে পুলিশে ধরিয়ে দিল সাত বছরের সন্তান

চাঁদপুরের শাহরাস্তিতে জান্নাতুল মাওয়া নামে পাঁচ বছরের এক শিশুকে গলাটিপে হত্যা করে পাশের ডোবাতে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে গৃহকর্মীর বিরুদ্ধে। এই ঘটনার দুই ঘণ্টার মধ্যে ওই গৃহকর্মী ফাতেমা আক্তারকে (২৫) পুলিশে ধরিয়ে দিয়েছে তার সাত বছর বয়সের একমাত্র শিশু সন্তান আরমান।
নিহত শিশু জান্নাতুল মাওয়ার মায়ের আহাজারি। ছবি: মো. মঈনুল ইসলাম কাজল

চাঁদপুরের শাহরাস্তিতে জান্নাতুল মাওয়া নামে পাঁচ বছরের এক শিশুকে গলাটিপে হত্যা করে পাশের ডোবাতে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে গৃহকর্মীর বিরুদ্ধে। এই ঘটনার দুই ঘণ্টার মধ্যে ওই গৃহকর্মী ফাতেমা আক্তারকে (২৫) পুলিশে ধরিয়ে দিয়েছে তার সাত বছর বয়সের একমাত্র শিশু সন্তান আরমান।

আজ শনিবার শাহরাস্তি থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘হত্যার বিষয়ে অভিযুক্ত ফাতেমা মুখ না খুললেও তার ছেলে আরমান এই হত্যার বর্ণনা দিয়েছে।  আমরা এ ঘটনায় হত্যাকারী ফাতেমাকে আটক করেছি। থানায় নিহত শিশু জান্নাতুল মাওয়ার মা কাজল রেখা বাদী হয়ে একটি মামলা করেছেন।’ 

আজ শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশিদ গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

মামলার এজহার ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ১১ টার দিকে বলশিদ তালুকদার বাড়ির মৃত আক্তার হোসেনের মেয়ে জান্নাতুল মাওয়াকে ওই বাড়ির গৃহকর্মী ফাতেমা আক্তার কোনো কারণ ছাড়াই গলা টিপে হত্যা করে। পরে হাত ও পা বেঁধে পাশের একটি ডোবায় লুকিয়ে রাখে। তবে এ ঘটনা ফাতেমার সাত বছরের ছেলে আরমান দেখে ফেলে। পরে জান্নাতুল মাওয়ার নানী আনোয়ারা বেগমসহ বাড়ির লোকজন বিষয়টি আরমান থেকে জানতে পেরে ওই ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার করে। পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে গেছে।

Comments

The Daily Star  | English
Dengue deaths in Bangladesh

Dengue: 5 die, 872 hospitalised in a day

Highest number of single-day hospitalisations this year

Now