মাস্ক ব্যবহার না করায় মানিকগঞ্জে ৭৯৫০০ টাকা জরিমানা

গতকাল শনিবার বিকেল থেকে মানিকগঞ্জ জেলা শহরের শহীদ রফিক সড়ক, দুধবাজার ও বেউথা এলাকায় এই অভিযান চলে। ছবি: স্টার

মাস্ক ব্যবহার না করার দায়ে মানিকগঞ্জে ভ্রাম্যমান আদালত ৪০ জনকে ৭৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন। গতকাল শনিবার বিকেল থেকে জেলা শহরের শহীদ রফিক সড়ক, দুধবাজার ও বেউথা এলাকায় এই অভিযান চলে বলে জানান জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

করোনা সংক্রমণরোধে জনসাধারণকে আবশ্যিকভাবে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে অভিযানে নেমেছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

তিনি বলেন, ‘মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ২৬ জন শনাক্ত হয়েছেন। এর আগের দিন শনাক্ত হয়েছেন ৮৮ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩০৫ জন। এর মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ৮৪ জন, সাটুরিয়া উপজেলায় ৬৭ জন, সিংগাইর উপজেলায় ৬০ জন, ঘিওর উপজেলায় ৪৫ জন, হরিরামপুর উপজেলায় ২৮ জন, শিবালয় উপজেলায় ২২ জন ও দৌলতপুর উপজেলায় রয়েছেন নয় জন।’

তিনি জানান, লকডাউন খুলে দেওয়ার পর প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। সরকারি বিধিভঙ্গ করে মানুষ বিনা প্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করছেন। অনেকেই মুখে মাস্ক ব্যবহার করছেন না এবং সামাজিক দূরত্বও মেনে চলছেন না। নানাভাবে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করা হলেও তাতে কোনো লাভ হচ্ছে। এ কারণে বাধ্য হয়েই অভিযানে নেমেছেন তিনি।

সরকারি বিধিভঙ্গ করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারা মোতাবেক ৪০ জনকে ৭৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে, যাদের মাস্ক ছিল না তাদের প্রত্যেককে একটি করে মাস্কও দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন এবং এ.বি.এম. আরিফুল হক।

উক্ত অভিযানে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জরুরি দরকার ছাড়া বাইরে না বের হওয়া এবং প্রয়োজনে বাইরে বের হলে আবশ্যিকভাবে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে অনুরোধ করা হয়। অন্যথায় আইনের কঠোর প্রয়োগের বিষয়ে সকলকে সতর্ক করা হয়।

মানিকগঞ্জের প্রতিটি উপজেলায় এমন অভিযান চলছে এবং জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

Institutionalise democracy, stay united

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

47m ago