ফেলে যাওয়া নারীকে পুলিশ ও কর্মচারীরা ভর্তি করালো হাসপাতালে

ঢামেক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। স্টার ফাইল ফটো

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের সামনে ফেলে যাওয়া অসুস্থ এক নারীকে উদ্ধার করেছে পুলিশ।

পঞ্চাশ বছর বয়সী মনোয়ারা বেগম মনিরাকে ফেলে যাওয়ার দুই দিন পর হাসপাতালের পুলিশ ও কর্মচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

মনোয়ারা রাজধানীর মিরপুর ঝিলপাড় বস্তিতে থাকেন উল্লেখ করে ঢামেক হাসপাতালের পুলিশ আউটপোস্ট সহকারী উপ-পরিদর্শক আব্দুল্লাহ খান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল বিকেলে সংবাদ পাই এক নারী গত দুই দিন ধরে ঢাকা মেডিকেলের নতুন ভবনের সামনে রাস্তায় পড়ে আছেন।’

তিনি আরও বলেন, ‘তখুনি সেখানে গিয়ে জানা যায় সেই নারীর শ্বাসকষ্ট ও জ্বর থাকার কারণে গত দুই দিন আগে তার ছেলে মোজাম্মেল তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে হাসপাতালে ভর্তির চেষ্টা করেছিল। কিন্তু, কেউ সাড়া দেয়নি। এরপর তারা সেখানে তাকে ফেলে রেখে চলে যায়।’

‘মনোয়ারার গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে। তিনি পরিবারের সঙ্গে ঝিলপাড় বস্তির সালামের বাড়িতে ভাড়া থাকেন’ বলেও জানান।

ঢামেক হাসপাতালের ২ নং ওয়ার্ড মাস্টার আবুল হোসেন ডেইলি স্টারকে বলেন, ‘উদ্ধারকৃত নারীর শ্বাসকষ্ট ও জ্বর ছিল। গতকাল বিকেলে একজন ফোন করে জানায় যে একজন অসুস্থ নারী রাস্তায় পড়ে আছেন। তখন কর্মচারীদেরকে দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করাই।’

‘আজ রোববার সেই নারীর করোনা পরীক্ষা করা হবে’, যোগ করেন তিনি।

বর্তমানে সেই নারী একাই হাসপাতলে আছেন বলেও জানান তিনি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল সন্ধ্যার দিকে ঢামেক থেকে আমাদের জানানো হয়েছে। আমরা সেই নারীর পরিবারের সদস্যদের খোঁজ নিচ্ছি।’

Comments