কার্ড জালিয়াতি চক্রের ১৩ সদস্য আটক, ১৪ লাখ টাকা উদ্ধার

ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াতি চক্রের ১৩ সদস্যকে আটক করেছে র‌্যাব। আজ রোববার দুপুরে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার) সুজয় সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
arrest_logo-1_0.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াতি চক্রের ১৩ সদস্যকে আটক করেছে র‌্যাব। আজ রোববার দুপুরে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার) সুজয় সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আটক ১৩ জনের বিরুদ্ধে কার্ড জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে। র‌্যাবের পৃথক পৃথক দল অভিযান চালিয়ে ঢাকা ও ফরিদপুর থেকে তাদের আটক করে। এ সময় সাড়ে ১৪ লাখ টাকা ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।’

‘এই চক্রের বিরুদ্ধে মোবাইল ব্যাংকিং গ্রাহকদের প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও আছে। বিকেলে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে’— বলেন সুজয় সরকার।

Comments

The Daily Star  | English
Pro-Awami League journalist couple arrested

The indiscriminate arrests and murder charges

Reckless and unsubstantiated use of murder charges will only make a farce of the law, not bring justice to those who deserve it.

12h ago