৮ বিএসএফ সদস্যসহ ১০ জন করোনায় আক্রান্ত, আখাউড়া স্থলবন্দর বন্ধ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আট সদস্যসহ ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর বন্ধ রেখেছে ভারতীয়রা।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক সংগঠনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএসএফ সদস্যসহ ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আগরতলা স্থলবন্দর কর্তৃপক্ষ আগামী ১২ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে।
বিএসএফের আট সদস্য, একজন ভারতীয় স্বাস্থকর্মী ও একজন কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন বলেও জানান এই ব্যবসায়ী নেতা।
স্থলবন্দর বন্ধ ঘোষণায় ছয়টি পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে বলে যোগ করেন তিনি।
Comments