তাদের সম্মান বাঁচাতে চাইলে কাজ দিতে হবে: শাকিব খান

করোনাভাইরাসের কারণে দেশের চলচ্চিত্রাঙ্গন বিপর্যস্ত প্রায়। মার্চের মাঝামাঝি থেকে সব ধরনের শুটিং ও সিনেমা হল বন্ধ। সিনেমার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেকেই।
Shakib Khan
অভিনেতা শাকিব খান। ছবি: স্টার ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে দেশের চলচ্চিত্রাঙ্গন বিপর্যস্ত প্রায়। মার্চের মাঝামাঝি থেকে সব ধরনের শুটিং ও সিনেমা হল বন্ধ। সিনেমার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেকেই।

এমন পরিস্থিতিতে আজ রোববার সন্ধ্যায় শাকিব খান অভিনীত শাহীন সুমন পরিচালিত নতুন ছবি ‘বিদ্রোহী’র ট্রেলার প্রকাশিত হবে প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলে।

শাকিব খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘এই করোনাকালে আগামী দিনের কাজের জন্য সব কিছু গোছাচ্ছি। দেশের বাইরের বন্ধুদের সঙ্গে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা আছেন তাদের সঙ্গে নিয়ে ভালো কাজের চেষ্টা করছি।’

‘সেখানে পরিচালক, ডিওপি, টেকনিশিয়ানসহ অনেকেই কাজ পাবেন।’

তিনি আরও বলেন, ‘পৃথিবীর সব ইন্ডাস্ট্রির সিনেমায় পরিবর্তন আসবে। আমাদের ইন্ডাস্ট্রিও এর বাইরের না। করোনার পর আমার মতো করে আমি কাজ করে যাব। বাংলা সিনেমাকে বাঁচানোর জন্য আবার একটা বিপ্লব ঘটানোর চেষ্টা থাকবে।’

তার মতে, ‘বাংলা সিনেমা টেকাতে গেলে অনেক কাজ করতে হবে। একটা সিনেমার সঙ্গে শত শত পরিবার জড়িত থাকে। তারা ৫-১০ কেজি ত্রাণের জন্য সামনেই আসতে চাইবেন না। তাদের সম্মান বাঁচাতে চাইলে তাদেরকে কাজ দিতে হবে।’

Comments

The Daily Star  | English

A paradigm shift is needed for a new Bangladesh

Paradigm shifts on a large scale involve the transformation of society.

3h ago