ফটিকছড়ির লোকালয়ে বিপন্নপ্রায় ‘লজ্জাবতী বানর’

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বৈশ্বিকভাবে বিপন্নপ্রায় স্তন্যপায়ী প্রাণী লজ্জাবতী বানর (বেঙ্গল স্লো লরিস) উদ্ধার করেছে স্থানীয়রা।
ছবি: স্টার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বৈশ্বিকভাবে বিপন্নপ্রায় স্তন্যপায়ী প্রাণী লজ্জাবতী বানর (বেঙ্গল স্লো লরিস) উদ্ধার করেছে স্থানীয়রা।

আজ রোববার স্থানীয়রা ফটিকছড়ি উপজেলার ১ নং বাগানবাজার ইউনিয়নের দাঁতমারা রাবার বাগান এলাকা থেকে প্রাণীটি উদ্ধার করে উপজেলা প্রশাসনকে হস্তান্তর করে।

ফটিকছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সায়েদুল আরেফিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

মো. সায়েদুল আরেফিন বলেন, ‘স্থানীয়রা বানরটির কথা আমাকে জানালে আমি সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে এটিকে উদ্ধার করি। পরে চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে।’

দাঁতমারা গ্রামের বাসিন্দা নাজমুল হোসাইন বলেন, ‘বানরটি পার্শ্ববর্তী একটি বন থেকে লোকালয়ে ঢুকে ছোটাছুটি করছিল। পরে লোকজন এটি উদ্ধার করে উপজেলা প্রশাসনকে খবর দেয়।’

চট্টগ্রাম চিড়িয়াখানার সদস্য সচিব রুহুল আমিন জানান, লজ্জ্বাবতী বানরটির ইংরেজি নাম বেঙ্গল স্লো।

২০০৮ সালে প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক জোট আইইউসিনএন এ প্রজাতিটিকে লাল তালিকাভুক্ত করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার বন-জঙ্গলে এক সময় এ বানরের আধিক্য থাকলেও বনভূমি সংকোচনের সঙ্গে সঙ্গে বিপন্নপ্রায় প্রজাতির তালিকাভুক্ত হয়েছে এ স্তন্যপায়ী প্রাণীটি। 

Comments