লাউতারোকে কিনতে চায় রিয়াল-ম্যানইউ-লিভারপুলও
ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজকে পাওয়ার জন্য অনেক দিন থেকেই চেষ্টা করে যাচ্ছে বার্সেলোনা। এ নিয়ে দফায় দফায় আলোচনাও হচ্ছে দুই ক্লাবের মধ্যে। কিন্তু এখন পর্যন্ত চুক্তির কোনো ইঙ্গিতই মিলেনি। রিলিজ ক্লজের পুরো অর্থ চাই ইন্টারের। অন্যদিকে খেলোয়াড় বিনিময়ে নারারুজ্জিদের রাজি করানোর চেষ্টা চালাচ্ছে কাতালান ক্লাবটি। নতুন সংবাদ, বার্সার ব্যর্থতার সুযোগ নিতে মুখিয়ে আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ সহ দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল।
লাউতারোকে বিক্রি করবে না জানিয়ে কদিন আগে সম্প্রতি স্কাই ইতালিয়াকে ইন্টারের ক্রীড়া পরিচালক পিয়েরে অসিলিও। তবে যদি রিলিজ ক্লজ পুরো ১১১ মিলিয়ন ইউরো দিয়ে দেওয়া হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দার মৌসুমে এ অর্থ দেওয়ার সামর্থ্য বার্সেলোনার নেই বললেই চলে। এমনিতেই দেনায় পড়ে আছে স্প্যানিশ ক্লাবটি। তার উপর কোনো খেলোয়াড় বিক্রি করে অর্থ সংগ্রহও করতে পারছে না তারা।
কাতালান গণমাধ্যম স্পোর্তের সংবাদ অনুযায়ী, খেলোয়াড় অদল বদলের কয়েক দফা প্রস্তাবের পর আবার নতুন করে নেলসন সেমেদো ও জুনিয়র ফিরপোকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। দুই খেলোয়াড়ও ইন্টারে যাওয়ার প্রস্তাবে রাজি হয়েছেন। কিন্তু এ দুই খেলোয়াড়কে নেওয়ার কোনো ইচ্ছাই নেই ইন্টারের। মূলত সেমেদোর জন্য ৫০ মিলিয়ন ইউরো ও ফিরপোর জন্য ৩০ মিলিয়ন ইউরো দিতে রাজি নয় ইতালিয়ান ক্লাবটি।
একই পত্রিকার ভিন্ন আরেকটি সংবাদে জানানো হয়েছে, ইন্টার কর্তৃপক্ষকে বার্সেলোনায় যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন লাউতারো। তবে শেষ পর্যন্ত যদি এ ট্রান্সফার নাও হয় তাহলেও ইন্টারে নিজের সেরাটা দিয়েই খেলবেন এ আর্জেন্টাইন। এখন বার্সেলোনার দ্বিধাই এ ট্রান্সফারের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে।
অন্যদিকে, মাদ্রিদ ভিত্তিক গণমাধ্যম মার্কা জানিয়েছে, লাউতারোকে কেনার জন্য চেষ্টা করছে রিয়াল মাদ্রিদও। লাউতারোর মুখপাত্রর কাছে তার সম্পর্কে জানতে চেয়েছে ক্লাবটি। এছাড়া ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলও লাউতারোর প্রতি আগ্রহ দেখিয়েছে।
এদিকে, ইতালিয়ান গণমাধ্যম লা বোম্বে দি ভ্লাদ নিজেদের সংবাদে জানিয়েছে, লাউতারোকে ছাড়াই আগামী মৌসুমের পরিকল্পনা শুরু করেছে ইন্টার। তাকে বিক্রি করে পাওয়া ১১১ মিলিয়ন অর্থের বিনিময়ে বরুসিয়া ডর্টমুন্ডের হিটম্যান জর্ডান সাঞ্চোকে কেনাই প্রথম লক্ষ্য তাদের। যদিও এ তারকাকে পেতে সবচেয়ে এগিয়ে আছে ইংলিশ ক্লাব ম্যানইউ।
Comments