রোনালদোই এ প্রজন্মের সেরা: ডি লিট

ফাইল ছবি: এএফপি

আয়াক্সে থাকাকালীন সময়ে বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন ছিল সবচেয়ে বেশি। কিন্তু কাতালানদের হতাশ করে যোগ দেন জুভেন্টাসে। তার অন্যতম কারণই ছিল ক্রিস্তিয়ানো রোনালদো। তার খেলায় বরাবরই মুগ্ধ তরুণ তারকা মাতাইস ডি লিট। এবার রোনালদোকে তার প্রজন্মের সেরা খেলোয়াড় বলে দাবি করলেন এ ডাচ তরুণ।

৩৫ বছর বয়সেও দুর্দান্ত ছন্দে খেলে যাচ্ছেন রোনালদো। চলতি মৌসুমেও জুভেন্টাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। করোনাভাইরাসের কারণে ফুটবল স্থগিত হয়ে যাওয়ার আগে ৩২ ম্যাচে ২৫টি গোল করেছেন এ পর্তুগিজ। মাঝে সিরি আয় টানা ১১ ম্যাচে গোল করেছিলেন। তার এ যাত্রা অবশ্য থামিয়েছে ইন্টার মিলান, যে ম্যাচটাই সব শেষ খেলেছে তারা।

আর এ সব কিছু দেখে দারুণ মুগ্ধ ডি লিট। তুত্তোস্পোর্তসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'রোনালদোর প্রজন্মে সেই সেরা। তরুণ খেলোয়াড়দের জন্য বড় উদাহরণ। আমি তাকে দেখে সবসময়ই উন্নতি করার চেষ্টা করি কারণ সে অনুশীলনে পাগলের মতো তীব্রতা নিয়ে কাজ করে। আমি অবাক হয়ে যাই যে তার বয়স কি আসলেই ৩৫ বছর।'

নিজেদের দল নিয়েও দারুণ আশাবাদী ডি লিট। দলের অন্য খেলোয়াড়দেরও প্রশংসা করেন তিনি, 'আমাদের দারুণ সব খেলোয়াড় নিয়ে একটি দারুণ দল রয়েছে। দক্ষিণ আমেরিকানরাই বেশি মজার। রোনালদোর পাশাপাশি আমি পাওলো দিবালা ও রদ্রিগো বেনতাকুরও টেকনিক্যালি দুর্দান্ত। রদ্রিগোকে অবমূল্যায়ন করা হয়, তার খুব ভালো একটা ভবিষ্যৎ রয়েছে।'

আয়াক্সে থাকাকালীন সময়ে অবিশ্বাস্য ছন্দে ছিলেন ডি লিট। সে ধারাবাহিকতা অবশ্য ধরে রাখতে পারেননি জুভেন্টাসে। তারপরও সময়টা খুব একটা মন্দ যায়নি। কিয়েলিনির ইনজুরির কারণে প্রায় নিয়মিত সুযোগ পাচ্ছেন প্রথম একাদশে খেলার। এখন পর্যন্ত ২৭টি ম্যাচে মাঠে নেমেছেন ২০ বছর বয়সী এ তরুণ।

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

3h ago