সিলেটের সাবেক মেয়র কামরানকে ঢাকা সিএমএইচে নেওয়া হচ্ছে
করোনাভাইরাসে আক্রান্ত সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
বিমান বাহিনীর বিশেষ একটি হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বিষয়টি নিশ্চিত করেছেন।
নাদেল জানান, কামরানের সঙ্গে তার ছেলে ডা. আরমান আহমেদ শিপলু ঢাকায় যাচ্ছেন।
করোনা শনাক্ত হওয়ার পর সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি করা হয়েছিল কামরানকে। সেখানকার আবাসিক চিকিৎসক সুশান্ত কুমার মহাপাত্র জানান, কামরানের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কামরানের ছেলে ডা. আরমান গতকাল দ্য ডেইলি স্টারকে বলেন, শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তার নমুনা পরীক্ষা করা হয়। এতে ফল পজিটিভ এসেছে।
তিনি বলেন, ‘গত ২৭ মে মায়ের করোনা শনাক্ত হওয়ার পর থেকেই বাবা আইসোলেশনে ছিলেন।’
বদর উদ্দিন আহমদ কামরান ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং তার স্ত্রী আসমা কামরান মহিলা আওয়ামী লীগের সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক।
Comments