করোনায় অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. আবুল কাশেম খানের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. আবুল কাশেম খান মারা গেছেন।
Dr. Abul Kashem Khan.jpg
ডা. আবুল কাশেম খান। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. আবুল কাশেম খান মারা গেছেন।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. আবুল কাশেম খানের পরিবার সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের পর থেকেই জ্বরে ভুগছিলেন ডা. আবুল কাশেম খান। গত ৩ জুন শ্বাসকষ্ট নিয়ে তিনি সিএমএইচে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ভোর ৬টার দিকে মারা যান তিনি।

পরিবার সূত্র আরও জানায়, গত ৪ জুন করোনা পরীক্ষার জন্য ডা. আবুল কাশেম খানের নমুনা নেওয়া হয়। কিন্তু মৃত্যুর পর পরীক্ষার ফল আসলে জানা যায় যে তিনি করোনা পজিটিভ ছিলেন।

ডা. আবুল কাশেম খান জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতাল ও জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করেছেন। ২০০৯ সালে তিনি চাকরি থেকে অবসর নেন।

Comments

The Daily Star  | English

219 garment factories closed in Ashulia amid labour unrest

There was no report of any attack or vandalism in any factory, or any road blockade anywhere in the area.

15m ago