নেত্রকোণায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার সকালে একই জাতিসত্তার এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি একই উপজেলার বসিন্দা।
ধষর্ণের অভিযোগে ভিকটিম নিজে বাদি হয়ে গত শনিবার কলমাকান্দা থানায় মামলা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এক নারী ধর্ষণের অভিযোগে একজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।’
তিনি আরও জানান, গতকাল রোববার সকালে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা করানো হয়। গ্রেপ্তারকৃতকে গতকাল বিকেলে আদালতের মাধ্যমে নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Comments