আড়াই মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু
প্রায় আড়াই মাস পরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে হিলি স্থলবন্দরে কার্যক্রম শুরু হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
আজ সকাল সাড়ে ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করে উল্লেখ করে বন্দর কর্তৃপক্ষ জানায়, সীমান্তে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে চালকরা মুখে মাস্ক, হাতে গ্লাভস পরে ট্রাক নিয়ে প্রবেশ করে।
চালকদের শরীরের তাপমাত্রাও মাপা হয়। বন্দরের এক প্রান্তে বসানো হয়েছে জীবাণুনাশক টানেল। এর ভিতর দিয়ে চালক ও তার সহকারীদের যেতে হয়েছে।
এছাড়াও পুরো ট্রাকটিতে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
হিলি বন্দর পরিচালনাকারী সংস্থা পানামা হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘করোনার বিস্তার রোধে সরকারের সাধারণ ছুটি ঘোষণার পর থেকে পোর্টের সব রকম কার্যক্রম বন্ধ ছিল। বাংলাদেশি ব্যবসায়ীদের অনুরোধ ও দুই দেশের আমদানি-রফতানিকারকদের মধ্যে কয়েক দফা বৈঠক ও চিঠি আদান-প্রদানের পর আজ সোমবার থেকে কার্যক্রম শুরু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রথম দফায় ২০ ট্রাক পণ্য আসবে। সেগুলো খালাস করে আবার ভারতে গিয়ে দ্বিতীয় দফায় আরও ২০ ট্রাক পণ্য নিয়ে আসবে।’
Comments