কাল রাত থেকে ঢাকায় পূর্ব রাজাবাজার লকডাউন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ইন্দিরা রোড সংলগ্ন পূর্ব রাজাবাজার এলাকায় আগামীকাল মধ্যরাত থেকে লকডাউন শুরু হচ্ছে। সংক্রমণের মাত্রা তুলনামূলকভাবে বেশি হওয়ায় এলাকাকে ‘রেড জোন’ বিবেচনায় এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আজ দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান।
কাউন্সিলর বলেন, কাল রাত ১২টা থেকে পূর্ব রাজাবাজার লকডাউন হবে। লকডাউনে যেন খাবার বা চিকিৎসার সমস্যা না হয় সে জন্য গত দিন দিন ধরে আমরা প্রস্তুতি নিয়েছি। এখানে কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থার পাশাপাশি এলাকার মধ্যেই আইসোলেশন সেন্টার ও টেস্টের নমুনা সংগ্রহের জন্য বুথ স্থাপন করা হয়েছে।
ইরান আরও বলেন, লকডাউন চলাকালে বাইরে থেকে কেউ এলাকায় ঢুকতে পারবে না। একইভাবে কেউ বাইরেও যেতে পারবে না।
এই সময়ে খাবারের বন্দোবস্ত সম্পর্কে তিনি বলেন, পূর্ব রাজাবাজার এলাকায় আনুমানিক ৫০ হাজার লোকের বসবাস। কারও খাবারের প্রয়োজন হলে নির্দিষ্ট নাম্বারে ফোন দিয়ে জানাতে হবে। তার বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হবে। সচ্ছল হলে খবারের বিনিময়ে টাকা নেওয়া হবে। দরিদ্রদের বিনামূল্যে খাবার দেওয়া হবে।
আইইডিসিআর এর সর্বশেষ তথ্য অনুযায়ী রাজাবাজার এলাকায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
মহামারির মধ্যে দুই মাসের বেশি সাধারণ ছুটির পর ৩১ মে থেকে দেশে সরকারি ও বেসরকারি অফিস খুলেছে। চালু হয়েছে গণপরিবহন। এই অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে যাতে না চলে যায় সেজন্য লাল, হলুদ ও সবুজ জোনে ভাগ করে এলাকাভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রেড জোনের প্রাথমিক তালিকায় ঢাকায় ওয়ারির একটি এলাকাকে রাখা হয়েছে। এর বাইরে নারায়ণগঞ্জে তিনটি এলাকা ও কক্সবাজারের রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে লকডাউন কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে।
Comments