করোনার উপসর্গ নিয়ে সেলফ আইসোলেশনে কেজরিওয়াল

করোনার উপসর্গ জ্বর ও গলাব্যথা নিয়ে সেলফ আইসোলেশনে গেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামী সোমবার বা মঙ্গলবার তার নমুনা পরীক্ষার করা হতে পারে।
অরবিন্দ কেজরিওয়াল। ছবি: সংগৃহীত

করোনার উপসর্গ জ্বর ও গলাব্যথা নিয়ে সেলফ আইসোলেশনে গেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামী সোমবার বা মঙ্গলবার তার নমুনা পরীক্ষার করা হতে পারে।

আজ সোমবার পিটিআইয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন বলা হয়, শারীরিক অসুস্থতার কারণে নির্ধারিত সকল বৈঠক বাতিল করেছে দিল্লির মুখ্যমন্ত্রীর দপ্তর। গতকাল দুপুর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপরে আর কারও সঙ্গে দেখা করেননি কেজরিওয়াল।

গতকাল সকালে সংবাদ সম্মেলন করে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

ওই সংবাদ সম্মেলনে তিনি জানান, দিল্লির বেসরকারি হাসপাতালের করোনা বেড শুধুমাত্র দিল্লির বাসিন্দাদের জন্য ব্যবহার করা হবে।

গত শনিবার করোনা ওয়ার্ডের বেড নিয়ে কালোবাজারি রুখতে নার্সিংহোমগুলোকে কঠোর বার্তা দেন তিনি।

সম্প্রতি তিনি বলেছিলেন, ‘দিল্লি রাজ্য সীমান্ত খুলে দেবে। ফলে অন্যান্য রাজ্য থেকে মানুষের প্রবেশ এবং সংক্রমণের হার বাড়বে। তাই সংক্রমণের সঙ্গে করোনা বেডের সামঞ্জস্য রাখতে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আমাদের যে বেড আছে তা এক সপ্তাহের মধ্যে পূরণ হয়ে যাবে। ফলে, আরও ১৫ হাজার অতিরিক্ত বেডের প্রয়োজন হবে।’

Comments