মন্ত্রী বীর বাহাদুরের সহকারী, গৃহকর্মীরও করোনা শনাক্ত
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং করোনায় আক্রান্ত হওয়ার পর তার ব্যক্তিগত সহকারী, তার গৃহকর্মী এবং জেলা আওয়ামী লীগের এক নারী নেত্রীরও কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
বান্দরবানের সিভিল সার্জন অং সুই প্রু মারমা আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বীর বাহাদুরের পিএ, তার গৃহকর্মী এবং আওয়ামী লীগের এক নারী নেত্রী, যারা মন্ত্রীর সান্নিধ্যে এসেছিলেন রোববার তাদের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।’
এর আগে গত শনিবার রাতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর করোনায় আক্রান্ত বলে জানা যায়। গতকাল তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান সিভিল সার্জন।
তিনি বলেন, ‘আমরা মন্ত্রীর পরিবারের সদস্য ও মন্ত্রীর সংস্পর্শে আসা অন্যদের নমুনা সংগ্রহ করেছি।’
যোগাযোগ করা হলে মন্ত্রীর ব্যক্তিগত সচিব বিশ্বাস রাসেল হোসেন বলেন, ‘গতকালের তুলনায় মন্ত্রী ভালো আছেন। যদিও তার জ্বর নেই, এখন কেবল হালকা কাশি আছে।’
Comments