সাঙ্গাকারার দৃষ্টিতে ব্রাডম্যানের পর সেরা হতে পারেন কোহলি

virat kohli
ছবি: এএফপি

বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ভারতের অধিনায়ক বিরাট কোহলি। প্রতিনিয়তই নিজেকে নতুন উচ্চতায় তুলছেন এ তারকা ব্যাটসম্যান। আর এভাবে চললে একসময় কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের পর সেরা হতে পারেন ভারতীয় অধিনায়ক। এমনটাই মনে করেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমারা সাঙ্গাকারা।

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে ধারাভাষ্যকার রাধাকৃষ্ণ শ্রীনিবাসনের সঙ্গে আলাপ কোহলির উচ্ছ্বসিত প্রশংসা করেন সাঙ্গাকারা। সেখানেই ব্রাডম্যানের পর কোহলিরই সেরা খেলোয়াড় হতে পারে বলে জানান এ লঙ্কান, 'বিরাটের সম্পর্কে অপছন্দ করার কিছু নেই। সে এমন একজন যাকে আমি অনেক শ্রদ্ধা করি এবং এরই মধ্যে সে দুর্দান্ত একজন খেলোয়াড়। সম্ভবত ডন ব্র্যাডম্যানের পর সেরা হওয়ার সুযোগ তার আছে।'

'সে অবিশ্বাস্য রকমের ফিট। মাঠের ভেতর ও বাইরে সেরা হওয়ার জন্য শারীরিক, মানসিক ও স্কিলের দিক থেকে তার আশ্চর্য দায়বদ্ধতা ও আত্মনিবেদনের কথা আমি জানি, দেখেছি ও শুনেছি। সে বিরল ধরনের ক্রিকেটারদের একজন এবং অনুপ্রেরণাদায়ক। আমার দেখা তিন সংস্করণের অন্যতম সেরা।' -যোগ করে আরও বলেছেন সাঙ্গাকারা।

আর কেন কোহলিকে এতো পছন্দ করেন তার ব্যাখ্যাও দিয়েছেন সাঙ্গাকারা, 'বিরাটের যে বিষয়টি আমি সবচেয়ে বেশি পছন্দ করি, তা হলো তার আবেগ, তার ব্যক্তিত্ব। অধিনায়ক হিসেবে হোক কিংবা একার লড়াই, তাকে মাঠে আবেগ প্রকাশে ভয় পেতে দেখা যায় না। সে চেষ্টা করে ভারতকে জেতাতে। সে আগেকার ঘরানার একজন ক্রিকেটার, অনেক উচ্চাভিলাষী শট খেলে না। কেবলমাত্র আগেকার ঘরানার ক্রিকেটীয় শট খেলে, তবে অনেক কার্যকর ও অবিশ্বাস্যভাবে সামঞ্জস্যপূর্ণভাবে।'

ওয়ানডে ক্রিকেটে এখনই প্রায় ১২ হাজার রান করে ফেলেছেন কোহলি। টেস্টেও অবিশ্বাস্য গতিতে এগিয়ে যাচ্ছেন। তিন সংস্করণেই তার ব্যাটিং গড় পঞ্চাশের ওপরে। আন্তর্জাতিক সেঞ্চুরির তালিকায় আছেন তিন নম্বরে। মতো ৭০টি সেঞ্চুরি করেছেন তিনি। তার চেয়ে বেশি কেবল রিকি পন্টিং ৭১টি ও শচিন টেন্ডুলকারের ১০০টি সেঞ্চুরি রয়েছে।

Comments

The Daily Star  | English

Bangladesh races to expand air cargo capacity

In a first move to address the shortfall, Sylhet's Osmani International Airport is set to launch dedicated cargo operations today

8h ago