করোনা সম্পর্কে মসজিদ ও ধর্মীয় উপাসনালয় থেকে সচেতনতার বার্তা প্রচারের নির্দেশ

করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশের সব মসজিদ থেকে প্রতিদিন ও শুক্রবার জুমার নামাজের খুতবার সময় মাইকে কোভিড-১৯ নিয়ে জনগণের করণীয় সর্ম্পকে প্রচার চালানোর নির্দেশ দিয়েছে সরকার। সেই সঙ্গে অন্য সব ধর্মের উপাসনালয় থেকেও একই বার্তা প্রচার করতে বলা হয়েছে।
ছবি: মুনির উজ জামান/দৃক নিউজ

করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশের সব মসজিদ থেকে প্রতিদিন ও শুক্রবার জুমার নামাজের খুতবার সময় মাইকে কোভিড-১৯ নিয়ে জনগণের করণীয় সর্ম্পকে প্রচার চালানোর নির্দেশ দিয়েছে সরকার। সেই সঙ্গে অন্য সব ধর্মের উপাসনালয় থেকেও একই বার্তা প্রচার করতে বলা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে আজ এই নির্দেশনা দেওয়া হয়েছে। সচেতনতামূলক যেসব ঘোষণা প্রচার করতে হবে তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। মন্ত্রণালয় মনে করছে উপাসনালয় থেকে প্রচার করা হলে সাধারণ জনগণ করোনাভাইরাস সম্পর্কে আরও সচেতন হবে।

ঘোষণাসমূহ:

  • আতঙ্কিত না হয়ে মহান আল্লাহর উপর ভরসা রাখুন এবং করোনা মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করুন। অনুরুপভাবে অন্যান্য ধর্মের অনুসারীগণও মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করুন।
  • কিছুক্ষণ পর পর সাবান ও পানি দিয়ে ২০ সেকেন্ড যাবৎ দুই হাত ভালভাবে পরিষ্কার করুন;
  • ঘরের বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরুন এবং চলাফেরা ও সকল কাজে সামাজিক দূরত্ব বজায় রাখুন;
  • অপরিষ্কার হাতে নাক, মুখ ও চোখ স্পর্শ করবেন না এবং যেখানে সেখানে কফ, থুতু ও ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন;
  • হাচিঁ-কাশির সময় টিস্যু অথবা কাপড় ব্যবহার করুন বা বাহুর ভাজে নাক-মুখ ঢেকে রাখুন;
  • একান্ত জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যেতে হলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করুন;
  • নিয়মিতভাবে পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন;
  • করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হোন। কোন প্রকার লুকোচুরি করবেন না। করোনা আক্রান্ত অধিকাংশ রোগীই চিকিৎসার পর সুস্থ হয়ে যান।
  • করোনা আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের প্রতি সদ্ব্যবহার করুন;
  • নিয়মিত শরীর চর্চা অথবা শারীরিক পরিশ্রম করুন;
  • গুজব রটাবেন না, গুজবে কান দিবেন না এবং গুজবে বিচলিত হবেন না;
  • করোনা মহামারি রোধে সরকারের নির্দেশিত বিধি-নিষেধ এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অবশ্যই অনুসরণ করুন।

Comments