করোনামুক্ত হলেন ৩,০৪৯ পুলিশ সদস্য

নির্বাচনের আগে পদোন্নতি চায় পুলিশ

করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন বাংলাদেশ পুলিশের ৩ হাজার ৪৯ জন সদস্য। করোনামুক্ত হওয়া অনেক পুলিশ সদস্য ইতোমধ্যে আবারও কাজে যোগ দিয়েছেন।

আজ সোমবার বাংলাদেশ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এ পর্যন্ত পুলিশের ১৯ সদস্য করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। বাংলাদেশ পুলিশ এই শোককে শক্তিতে পরিণত করে দেশ সেবার দৃপ্ত শপথ বুকে ধারণ করে কাজ করে যাচ্ছে।

পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রামণ ঝুঁকি কমাতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয়ের নির্দেশে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়াসহ সকল পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এ কারণে একদিকে পুলিশ আক্রান্তের হার যেমন ক্রমান্বয়ে কমছে, তেমনি দ্রুততার সঙ্গে বাড়ছে সুস্থতার হার।

চলমান করোনাযুদ্ধে মাঠ পর্যায়ে ফ্রন্টলাইনে থেকে কাজ করছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ সবসময় জনগণের পাশে থাকবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

4h ago