সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ
সাভারের আশুলিয়া এলাকায় একটি দোতলা ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস ডিইপিজেড স্টেশনের পরিদর্শক মো. জিহাদ মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
দগ্ধরা হলেন, লিটন (৩২), সোহেল (২৭), রিপন (২৬), সালমা (৩০), শান্তা (২৫), আজিজুল (৭) ও ইমরান (৫)।
জিহাদ মিয়া বলেন, ‘আজ ভোর ৫টার দিকে আশুলিয়ার কাঠগড়া পূর্বপাড়ায় একটি দোতলা বাড়ির নিচতলার ফ্লাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরে অগ্নিকাণ্ডে সাত জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে। দগ্ধদের মধ্যে লিটন ও শান্তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আহতদের সবাই একই পরিবারের সদস্য। সিলিন্ডার বিস্ফোরণে ভবনটির একাংশ ধসে পড়ে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, রান্না করার সময় সিলিন্ডারের বিস্ফোরিত হয়।’
Comments