করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. আনোয়ার হোসেন (৫৫) মারা গেছেন। আজ মঙ্গলবার ভোররাত পৌনে ৩টার দিকে রাজধানীর বাড্ডার এএমজেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী। এএমজেড হাসপাতালের বরাত দিয়ে তিনি বলেন, ‘পরীক্ষায় ডা. আনোয়ার হোসেনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।’
রাহাত আনোয়ার হাসপাতালের পরিচালক অ্যাডভোকেট লস্কর নূরুল হক বলেন, ‘গতকাল সকালে হঠাৎ ডা. আনোয়ার হোসেনের শ্বাসকষ্ট দেখা দেয়। আগে থেকেই তিনি অ্যাজমায় ভুগছিলেন। গতকাল শ্বাসকষ্ট বাড়লে তাকে অক্সিজেন দেওয়া হয়।’
পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ‘দুপুরের পর থেকে ডা. আনোয়ার হোসেনের অবস্থার অবনতি হয়। বিকাল সাড়ে ৫টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেওয়া হয়। স্কয়ার, সিকদার ও এভার কেয়ার হাসপাতাল ঘুরে তার জন্য আইসিইউ বেডের ব্যবস্থা করা যায়নি। পরে অবস্থার অবনতি হলে এএমজেড হাসপাতালে আইসিইউ শয্যা থাকায় তাকে সেখানে ভর্তি করা হয়েছে। সেখানেই আজ ভোররাত পৌনে ৩টার দিকে তিনি মারা যান’, যোগ করেন তিনি।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. সুদীপ হালদার বলেন, ‘বরিশালে আইসিইউ বিশেষজ্ঞ তেমন কেউ নেই। এসব কারণেই হয়তো ডা. আনোয়ার হোসেনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তবে, ঢাকায় গিয়ে তিনি যে সময় আইসিইউ পেয়েছেন, তখন তার অবস্থা সংকটাপন্ন ছিল।’
ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ২৩ জন চিকিৎক মারা গেছেন।
Comments