করোনাভাইরাস

একদিনে সর্বোচ্চ ৪৫ জনের মৃত্যু, শনাক্ত সর্বোচ্চ ৩১৭১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৪৫ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৭৫ জনে।
Coronavirus-1.jpg
করোনাভাইরাস। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৪৫ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৭৫ জনে।

একই সময়ে আরও সর্বোচ্চ ৩ হাজার ১৭১ জনকে শনাক্ত করা হয়েছে। এ সময়ে সুস্থ হয়েছেন ৭৭৭ জন।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনা পরীক্ষার জন্যে সারা দেশে ৫৬টি ল্যাব রয়েছে। এগুলোর মধ্যে ৫৫টিতে পরীক্ষা চলছে।

গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৬৬৪টি। এর মধ্যে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৭১ জন। শনাক্তের হার ২১ দশমিক ৬২ শতাংশ।

‘গত ২৪ ঘণ্টায় ৭৭৭ জন সুস্থ হয়েছেন’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৩৬ জন।’

শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৪০ শতাংশ।

এ পর্যন্ত ৪ লাখ ২৫ হাজার ৫৯৫টি নমুনা পরীক্ষা হয়েছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago