যশোরে সাংবাদিক পেটানো আ. লীগ নেতার শাস্তি দাবি

যশোরের কেশবপুর উপজেলায় এক সাংবাদিককে পিটিয়ে আহত করায় কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

যশোরের কেশবপুর উপজেলায় এক সাংবাদিককে পিটিয়ে আহত করায় কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

গতকাল সোমবার রাতে দৈনিক নওয়াপাড়া পত্রিকার স্টাফ রিপোর্টার ও কেশবপুর প্রেসক্লাবের সদস্য সোহেল পারভেজকে মারধরের অভিযোগ উঠে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের বিশ্বাসের বিরুদ্ধে।

সোহেল পারভেজ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বাজার থেকে বাড়ি ফেরার পথে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের সাবেক মেম্বার আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের বিশ্বাস আমাকে মেরে আহত করেছেন।’

কেশবপুর থানায় লিখিত অভিযোগে তিনি বলেছেন, ‘উপজেলার চুয়াডাঙ্গা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বরাদ্দের টাকা তুলে মসজিদের সভাপতি আব্দুল কাদের বিশ্বাস নিজের কাছে রেখে দেন।’

‘ইমাম ও মুয়াজ্জিনদের অভিযোগের ভিত্তিতে দৈনিক নওয়াপাড়ায় এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই পত্রিকার স্টাফ রিপোর্টার ও কেশবপুর প্রেসক্লাবের সদস্য সোহেল পারভেজকে মারধর করেন আব্দুল কাদের বিশ্বাস।’

ঘটনার সত্যতা স্বীকার করে আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি রাগের বশবতী হয়ে তাকে মারধর করেছি। এটা আমার ভুল হয়েছে।’

কেশবপুর থানার ওসি জসিম উদ্দীন ডেইলি স্টারকে বলেন, ‘সাংবাদিকের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

19m ago