উপসর্গহীনদের মাধ্যমে করোনা ছড়ানোর ঘটনা ‘বিরল’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

উপসর্গ নেই এমন ব্যক্তির মাধ্যমে কোভিড-১৯ ছড়ানোর ঘটনা ‘বিরল’ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
মারিয়া ভ্যান কারখোভ। ফাইল ফটো রয়টার্স

উপসর্গ নেই এমন ব্যক্তির মাধ্যমে কোভিড-১৯ ছড়ানোর ঘটনা ‘বিরল’ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে,  সোমবার, জেনেভাতে সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র এমার্জিং ডিজিজেস অ্যান্ড জুনোসিস ইউনিটের প্রধান ডা. মারিয়া ভ্যান কারখোভ বলেন, ‘আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে দেখা যাচ্ছে, উপসর্গহীন ব্যক্তি দ্বিতীয় কাউকে আক্রান্ত করেছেন এমন ঘটনা “বিরল”।’

তিনি আরও বলেন, ‘আমাদের কাছে বেশ কয়েকটি দেশের তথ্য রয়েছে যেখানে খুব ভালোভাবে সংক্রমণের যোগসূত্র পর্যবেক্ষণ করা হয়েছে। তারা উপসর্গহীনদের অনুসরণ করছেন, তাদের সংস্পর্শে আসাদের পর্যবেক্ষণ করছেন। তারা উপসর্গহীনদের মাধ্যমে দ্বিতীয় সংক্রমণ তেমনটা দেখতে পাচ্ছেন না।’

'আমরা এখনো এ তথ্যগুলো যাচাই করছি। অন্যান্য দেশ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করছি। তবে, এখন পর্যন্ত মনে হচ্ছে উপসর্গহীনদের মাধ্যমে অন্যদের আক্রান্ত হবার ঘটনা বিরল।’

তিনি ড্রপলেটের মাধ্যমে ভাইরাসটি ছড়ানোর কথা উল্লেখ করে জানান, আক্রান্তের কাশি বা হাঁচির মাধ্যমে ড্রপলেট ছড়িয়ে অন্যদের আক্রান্ত করতে পারে।

তিনি উপসর্গ আছে এমন রোগী ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে আলাদা করে রাখাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা যদি উপসর্গ আছে এমন রোগীদের পর্যবেক্ষণ করি, তাদেরকে আইসোলেশনে রাখি, তাদের সংস্পর্শে আসাদের খুঁজে বের করে কোয়ারেন্টিনে পাঠাই তাহলে ব্যাপকহারে সংক্রমণ কমানো সম্ভব হবে।’

Comments

The Daily Star  | English
Feeling nervous about facing the camera: Pori Moni

Feeling nervous about facing the camera: Pori Moni

Since everyone was curious about her post, she clarified this today. “I am excited for this ad film, but nervous too.”

1h ago