ত্রাণ ও অর্থ সহায়তায় অনিয়মে এ পর্যন্ত ৮৯ জনপ্রতিনিধি বরখাস্ত

করোনাভাইরাস পরিস্থিতিতে মোবাইল ব্যাংকিংয়ে নগদ অর্থ সহায়তা এবং ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে আরও দুই জন ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ সংক্রান্ত অভিযোগে এ নিয়ে ৮৯ জন জনপ্রতিনিধি বরখাস্ত হলেন।

আজ সাময়িকভাবে বরখাস্তকৃত দুই ইউপি সদস্য হলেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য জামাল হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউপির সংরক্ষিত মহিলা আসনের সদস্য পূর্ণিমা রানী বণিক।

স্থানীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, পূর্ণিমা রানী বণিকের বিরুদ্ধে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে বলা হয় খাগড়াছড়ি জেলার তাইন্দং ইউপির সদস্য জামাল হোসেন এর বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে।

এ কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী তাদের সাময়িকভাবে বরখাস্ত করা করা হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক কারণ দেখাতে না পারলে তাদের চূড়ান্তভাবে অপসারণ করা হবে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হবার যে ৮৯ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো তাদের মধ্যে ২৯ জন ইউপি চেয়ারম্যান, ৫৪ জন ইউপি সদস্য, এক জন জেলা পরিষদ সদস্য, চার জন পৌর কাউন্সিলর এবং এক জন উপজেলা ভাইস-চেয়ারম্যান।

অন্যদিকে বরিশালের মেহেন্দিগঞ্জে ক্ষমতার অপব্যবহার, মারধরের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে খাজুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা রাড়ী এবং একই ইউপির ৮ নং ওয়ার্ডের সদস্য শহীদ দেওয়ানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আজ স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago