স্যামিকে কালু ডাকতেন ইশান্ত শর্মা

অভিযোগটা কদিন আগেই করেছিলেন সাবেক ক্যারিবিয়ান অধিনায়ক ড্যারেন স্যামি। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে খেলার সময় তাকে ও লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরাকে 'কালু' নামে ডাকা হতো। অথচ তার তৎকালীন সতীর্থ ইরফান পাঠান, পার্থিব প্যাটেল ও ভেনুগোপাল রাওরা তা বেমালুম অস্বীকার করেছেন। কিন্তু স্যামি যে সত্যি বলেছেন তার প্রমাণ ভাইরাল হয়ে গেছে সামাজিক মাধ্যমে।

সানরাইজার্সে খেলাকালীন সময়ের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে আপলোড করা একটি ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় স্যামিকে 'কালু' বলে সম্বোধন করেছেন ইশান্ত শর্মা। সে ছবিতে আছেন ড্যারেন স্যামি ছাড়াও আছেন ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার ও ডেল স্টেইন। ইশান্ত পোস্টে ক্যাপশন দিয়েছেন, 'আমি, ভুবি, কালু ও গান রাইজার্স।'

কালু শব্দের অর্থটা তখন জানতেন না স্যামি। তার ধারনা ছিল এর অর্থ তেজি ঘোড়া। প্রশংসাসূচক বাক্য ভেবে উল্টো খুশীই হতেন তিনি। কিন্তু মিনিয়াপোলিসে জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের পরই স্যামি জানতে পেরেছেন কালু শব্দের মানে। তার গায়ের রংয়ের কারণে এমনটা ডাকা হতো জেনে বেশ চটেছেন দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

সম্প্রতি 'নলেজ ইজ পাওয়ার' নামে একটি ভিডিও পোস্ট করেছেন স্যামি। সেখানে তিনি বলেছেন, 'সম্প্রতি এমন একটা শব্দের অর্থ জানলাম যেটা সম্পর্কে আগে কিছু জানতাম না। আমি প্রকাশ্যে তাদের নাম বলার আগে চাই যেন তারা আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে বলে যে এই শব্দের অন্য মানে আছে। আমাকে যখন এই নামে ডাকা হয়েছে, পুরোটাই ভালোবেসে করা হয়েছে।'

উল্লেখ্য, এর আগে বর্ণবাদ বিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে আইসিসিকে জেগে উঠতে অনুরোধ করে বলেছিলেন স্যামি। এবার তো প্রমাণই পাওয়া গেল জলজ্যান্ত।

Comments

The Daily Star  | English

BB buys $313m more from 22 banks

The cut-off rate was Tk 121.5 per US dollar

9m ago