করোনাভাইরাসে আরও দুই রোহিঙ্গার মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই রোহিঙ্গা মারা গেছেন। গত রোববার রাতে ১০ নম্বর ক্যাম্পে ৫৮ বছর বয়সী একজন এবং গতকাল সোমবার রাতে ৭০ বছর বয়সী আরেক রোহিঙ্গা মারা যান।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয় আজ মঙ্গলবার এ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
আরআরআরসি কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর ভুঁইয়া দ্য ডেইলি স্টারকে জানান, এই দুই জনসহ এ পর্যন্ত করোনাভাইরাসে তিন জন রোহিঙ্গা মারা গেলেন। এর আগে, গত ৩১ মে এক রোহিঙ্গা নারী মারা যান।
এ পর্যন্ত ৩৫ জন রোহিঙ্গা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে তিন জন মারা গেছেন, সুস্থ হয়েছেন দুই জন এবং বর্তমানে আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন আছেন ৩০ জন।
Comments