ঠাকুরগাঁওয়ে ভেজাল ব্লিচিং পাউডার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
ভেজাল ব্লিচিং পাউডার বিক্রি ও স্প্রে ট্রিগারের দাম বেশি রাখার দায়ে ঠাকুরগাঁওয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট আবদুল্লাহ আল মামুন আজ মঙ্গলবার আদালত পরিচালনা করেন।
তিনি জানান, স্থানীয়দের অভিযোগের পর শহরের বেশ কয়েকটি হার্ডওয়ারের দোকানে অভিযান চালানো হয়। এসময় মেসার্স দুলাল হার্ডওয়্যার থেকে ৪০ কেজি ভেজাল ব্লিচিং পাউডার জব্দ করা হয়।
পরে দোকানের মালিক দুলাল হোসেন (৩৫) কে ২ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।
ইউএনও বলেন, করোনাভাইরাস মোকাবেলায় জীবাণুনাশক হিসেবে ব্লিচিং পাউডারের চাহিদা বেড়েছে। এই বাড়তি চাহিদার সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী চক, চুন মিশিয়ে ব্লিচিং পাইডার হিসেবে মিশিয়ে বিক্রি করছে, এমন অভিযোগ ওঠে।
এদিকে, জীবণুনাশক স্প্রে করার জন্য বোতলের ট্রিগারের দাম বেশি রাখায় নরেশ চৌহান সড়কের এক দোকান মালিক মো. জাহাঙ্গীরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভেজাল প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
Comments