ভারতে লকডাউন শিথিলের পর একদিনে করোনায় আক্রান্ত প্রায় ১০ হাজার

India.jpg
মুম্বাইয়ের একটি মন্দিরের সামনে করোনা পরীক্ষার জন্য বস্তিবাসীদের নমুনা সংগ্রহ করছেন স্বাস্থ্যকর্মীরা। ছবি: রয়টার্স

ভারতে লকডাউন শিথিল করার পর একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৮৭ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬৬ হাজার ৫৯৮ জনে।

সরকারি তথ্যের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৬৬ জন। মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ৪৬৬ জনের। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ২৯ হাজার ২১৫ জন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮৮ হাজারেরও বেশি, মারা গেছেন ৩ হাজার ১৬৯ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যায় এর পরে রয়েছে তামিলনাড়ু এবং দিল্লি।

গত ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ৪১ হাজার ৬৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং মোট পরীক্ষা করা হয়েছে ৪৯ লাখ ১৬ হাজার ১১৬টি নমুনা।

যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া এবং যুক্তরাজ্যের পর করোনা মহামারিতে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে পঞ্চম অবস্থানে আছে ভারত।

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

1h ago