তিন হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রামে স্ট্রোক করার পর তিনটি হাসপাতাল থেকে প্রত্যাখ্যাত হয়ে বিনা চিকিৎসায় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
Medical Center.jpg
চট্টগ্রামের জিইসি মোড়ের মেডিকেল সেন্টার। ছবি: স্টার

চট্টগ্রামে স্ট্রোক করার পর তিনটি হাসপাতাল থেকে প্রত্যাখ্যাত হয়ে বিনা চিকিৎসায় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে স্ট্রোক করার পর হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে দুপরের দিকে মারা যান তিনি।

মৃত সফিউল আলম সগীর নগরীর বায়েজিদ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

মৃতের বড় ভাই মো. রফিক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সকালের দিকে ভাই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাকে দ্রুত নগরীর জিইসি মোড়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাই। সেখানে আমাদের বলা হয় যে, তারা কোন রোগী ভর্তি নেবে না, তাদের আইসিইউ নেই, চিকিৎসক নেই। বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা আমার ভাইকে ভর্তি নেয়নি।’

মো. রফিক বলেন, ‘সেখান থেকে আমরা ভাইকে নিয়ে যাই মেট্রোপলিটন হাসপাতালে। সেখানেও একই ধরনের অজুহাত দিয়ে ভর্তি নেয়নি। পরে নগরীর পার্কভিউ হাসপাতালে নিয়ে গেলে সগীর মারা যান।’

তিনি আরও বলেন, ‘আমার ভাই এভাবে বিনা চিকিৎসায় মারা গেল চোখের সামনে। আমরা কিছুই করতে পারলাম না। এ শহরের এত এত হাসপাতাল, চিকিৎসক যদি আমাদের কোনো কাজে না আসে, এগুলো রেখে লাভ কী?’

যোগাযোগ করা হলে নগরীর মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. মনিরুজ্জামান বলেন, ‘আমরা নোটিশ টানিয়ে দিয়েছি, আমাদের এখানে রোগী ভর্তি নিচ্ছি না।’

‘আমাদের চিকিৎসকরা অসুস্থ, আইসিইউ চালানোর মত জনবল নেই। তাহলে কী করে আমরা রোগী ভর্তি নেব’, বলেন তিনি।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

28m ago