ফেনীতে গুলিবিদ্ধ মরদেহ ও অস্ত্র উদ্ধার
ফেনীর সোনাগাজী উপজেলা থেকে নিজাম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোনাগাজী মডেল থানা পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দুই পক্ষের বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
নিজাম উদ্দিনের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মধ্য মুছাপুর গ্রামে। তার বাবার নাম জামাল উদ্দিন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে। আজ ভোররাতে উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আমাদের কাছে তথ্য এসেছিল, নাজিরপুরে দুইটি ডাকাত দলের মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে। টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, নিজাম উদ্দিনের বিরুদ্ধে সোনাগাজী ও কোম্পানীগঞ্জ থানায় অস্ত্র, ডাকাতিসহ আরও বিভিন্ন অভিযোগে অন্তত ১৫টি মামলা আছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Comments