করোনায় পুলিশ কনস্টেবল এনামুলের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুরের বীরগঞ্জ থানার কনস্টেবল এনামুল হকের (৩৫) মৃত্যু হয়েছে।
আজ বুধবার দিনাজপুরের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, গত ১ জুন এনামুলের করোনা শনাক্ত হয়। পরের দিন ২ জুন তাকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে গত ৬ জুন তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে গতকাল রাতে অ্যাম্বুলেন্সে ঢাকা নেওয়ার পথে আজ ভোর সাভার এলাকায় পৌঁছলে তার মুত্যু হয়।
করোনায় দিনাজপুরে এটাই প্রথম কোনো পুলিশ সদস্যের মৃত্যূর ঘটনা। এ নিয়ে রংপুর রেঞ্জের দুজন প্রাণ হারালেন করোনা আক্রান্ত হয়ে। এর আগে করোনায় কুড়িগ্রামে এক পুলিশ সদস্যর মুত্যু হয়।
রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মুজাহিদুল ইসলাম বলেন, ‘রংপুর বিভাগের আট জেলাতে মোট ১০৭ জন পলিশ সদস্যের করোনা শনাক্ত হয়। এরমধ্যে ৭৪ জন সুস্থ্য হয়েছেন। ৩১ জন এখনও হাসপাতালে ভর্তি আছেন।’
Comments