বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বেনাপোলের অগ্রভুলোট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম।
আজ বুধবার দুপুরে ইছামতি নদী থেকে শরিফুল ইসলাম (২৫) এর মরদেহ উদ্ধার করা হয় বলে দ্য ডেইলি স্টারকে জানান তিনি।
বদরুল আলম বলেন, নিহত শরীফুল যশোরের শার্শা থানার রাজগঞ্জ গ্রামের মৃত ইছহাক আলীর ছেলে।
তিনি বলেন, নিহতের চাচা ঘটনার প্রত্যক্ষদর্শী ইউনুস আলী বিএসএফের গুলিতে শরিফুলের হত্যার বিষয়ে আমাদের জানিয়েছেন। মরদেহের শরীরে গুলির চিহ্নও রয়েছে। পুলিশ ও বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শরিফুলের চাচা ইউনুস আলী দ্য ডেইলি স্টারকে জানান, গত সোমবার গরু কিনতে ভারতে যান শরিফুল। বুধবার ভোর রাতে শরিফুল ও অন্যান্যরা ভারত থেকে গরু নিয়ে দেশে ফেরার সময় ঝাউডাংগা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে মারা যায় শরিফুল ইসলাম। বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে লাশ ইছামতি নদীতে ভাসিয়ে দেয় বলে দাবি করেন তিনি।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই-এলাহী বলেন, ‘আজ সকালে বিজিবির একটি দল নদীর পাশ দিয়ে যাওয়ার সময় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে শার্শা থানা পুলিশকে খবর দেয়া হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়।’
Comments