বাছাই করে নেওয়া যাবে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, তবে…
পছন্দমতো মোটরগাড়ির রেজিস্ট্রেশন নাম্বার বাছাই করে নেওয়ার সুবিধা চালু করেছে সরকার। তবে বাছাই করা নম্বরে রেজিস্ট্রেশন নিতে নির্ধারিত ফি-এর চেয়ে দুই থেকে সাতগুণ পর্যন্ত বেশি ফি গুণতে হবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে গতকাল জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘মোটরকার ও জীপ’ এর মালিকরাই এই সুবিধা নিতে পারবেন। এক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বারের ছয়টি ডিজিট একই হলে (যেমন: ৫৫-৫৫৫৫) হলে রেজিস্ট্রেশন ফি প্রচলিত ফি এর ছয় গুণ হবে। তবে শুধু ৭৭-৭৭৭৭ নম্বরের ক্ষেত্রে ফি হবে সাত গুণ।
এর বাইরে রেজিস্ট্রেশন নাম্বারের ছয়টি ডিজিট জোড়া জোড়া (যেমন: ৩৪-৩৪৩৪) হলে রেজিস্ট্রেশন ফি প্রচলিত ফি এর পাঁচ গুণ হবে। চারটি ডিজিট একই হলে (যেমন: ১১১১) রেজিস্ট্রেশন ফি হবে চার গুণ। আর চারটি ডিজিট জোড়া জোড়া হলে (যেমন: ১৫১৫) হলে রেজিস্ট্রেশন বাবদ তিন গুণ বেশি ফি দিতে হবে।
এছাড়াও চার ডিজিটের দুটি করে ডিজিট একই হলে (যেমন: ০০১১) রেজিস্ট্রেশন ফি দ্বিগুণ হবে।
Comments