নড়াইলের লোহাগড়ায় সংঘর্ষে নিহত ৩
দুই বংশের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার গন্ডব গ্রামে সংঘর্ষে তিন জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ দুপুর ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন।
নিহতরা হলেন, গন্ডব গ্রামের হাবিব মোল্লা, মুক্তার মোল্লা ও রফিক মোল্লা। তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সুপার আরও জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় মোল্লা ও শেখ বংশের মধ্যে পুরনো বিরোধ ছিল। এরই জের ধরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক হাবিব মোল্লা ও মুক্তার মোল্লাকে মৃত ঘোষণা করে। রফিক খুলনা মেডিকেল কলেজ হাপসাতালে নেওয়ার পথে মারা যায়।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, সংঘর্ষের ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Comments