করোনাভাইরাস

মৃত্যু ৪ লাখ ১৬ হাজার, আক্রান্ত সাড়ে ৭৩ লাখের বেশি

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে চার লাখ ১৬ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন সাড়ে ৭৩ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন সাড়ে ৩৪ লাখের বেশি মানুষ।
যুক্তরাজ্যে নিরাপদ পোশাক পরে নমুনা সংগ্রহ করছেন এক নার্স। ৯ জুন ২০২০। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে চার লাখ ১৬ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন সাড়ে ৭৩ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন সাড়ে ৩৪ লাখের বেশি মানুষ।

আজ বৃহস্পতিবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৩ লাখ ৬০ হাজার ২৩৯ জন এবং মারা গেছেন ৪ লাখ ১৬ হাজার ২০১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৮০৫ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৬৪ জন এবং মারা গেছেন ১ লাখ ১২ হাজার ৯২৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৫০৪ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭২ হাজার ৪১৬ জন, মারা গেছেন ৩৯ হাজার ৬৮০ জন এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ১৩ হাজার ৯১৬ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪১ হাজার ২১৩ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯১ হাজার ৫৮৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ২৬৯ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়া ও পেরুতেও। রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৩ হাজার ২৩ জন এবং মারা গেছেন ৬ হাজার ৩৫০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২ লাখ ৫২ হাজার ২৯৫ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮ হাজার ৮২৩ জন এবং মারা গেছেন ৫ হাজার ৯০৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৩১ জন।

প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৫৮৩ জন, মারা গেছেন ৭ হাজার ৭৪৫ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ২০৬ জন।

ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪২ হাজার ২৮০ জন, মারা গেছেন ২৭ হাজার ১৩৬ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৭৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৭৬৩ জন, মারা গেছেন ৩৪ হাজার ১১৪ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৩৯ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৬৮ জন, মারা গেছেন ২৯ হাজার ৩২২ জন এবং সুস্থ হয়েছেন ৭১ হাজার ৯৫২ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৫২২ জন, মারা গেছেন ৮ হাজার ৭৫২ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৬৩০ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৯৩৮ জন, মারা গেছেন ৮ হাজার ৫০৬ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৯০ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৩৬ জন, মারা গেছেন ৪ হাজার ৭৪৬ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৮৩৯ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ২০৯ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৪৫৬ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৭৪ হাজার ৮৬৫ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ১ হাজার ১২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৯৯ জন।

Comments

The Daily Star  | English

How Hasina’s flight was kept off radar

Zgitalyma Islam and Partha Pratim Bhattacharjee.When the air force transporter plane carrying Sheikh Hasina left Dhaka on August 5, it took off as a training flight and turned off its transponders to blur its flightpath and location..The transponders, which transmit location, heading

3h ago