শীর্ষ খবর

যেসব পণ্যের আমদানি শুল্ক হ্রাস-বৃদ্ধি করা হয়েছে

২০২০-২০২১ অর্থবছরের জন্যে প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেট পেশ করেন তিনি।
Import duties-1.jpg

২০২০-২০২১ অর্থবছরের জন্যে প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেট পেশ করেন তিনি।

বাজেটে নিম্নোক্ত পণ্যের আমদানি শুল্ক হ্রাস-বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

হ্রাস:

বাজেটে প্যারাফিন মোম, কৃষিকাজে হস্তচালিত যন্ত্রাংশ, অন্যান্য কৃষি বা উদ্যানপালন সংশ্লিষ্ট যন্ত্রাংশ, অন্যান্য বৈদ্যুতিক সংকেত সরঞ্জাম, কাটিং মেশিনে ব্যবহৃত কাটিং টেবিল ইত্যাদি।

বৃদ্ধি:

জমাটবাধা প্রোটিন ও টেক্সচারযুক্ত প্রোটিন, কালার লেকস ও ইনজেকশন আকারে ইঙ্কজেট রিফিল ইত্যাদি।

Comments

The Daily Star  | English

When the system develops rust, police can see even dead men running

The dead are thought to be free from mortal matters. But are they? Consider Amin Uddin Mollah. The Gazipur man has long since died, on January 25, 2021, to be precise, and yet he “took part” in attacking police personnel with a bomb on the night of October 28, 2023

5m ago