বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ কমানোর প্রস্তাব

আগামী অর্থবছরের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২৬ হাজার ৭৫৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা গত বছরের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ কম।

আগামী অর্থবছরের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২৬ হাজার ৭৫৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।  যা গত বছরের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ কম।

করোনা মহামারির কারণে বিদ্যুৎ ও গ্যাসের চাহিদা এবং রাজস্ব কমার প্রতিফলন এটি।

২০১৯-২০ অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল ২৮ হাজার ৫১ কোটি টাকা।

অর্থমন্ত্রী এ এইচ এম মুস্তফা কামাল বাজেটে বিদ্যুৎ খাতে ২৪ হাজার ৮৫৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বরাদ্দের প্রস্তাব করেছেন ১ হাজার ৯০৫ কোটি টাকা। সংশোধিত বাজেটে যা ২ হাজার ৪৮০ কোটি টাকা ছিল।

Comments

The Daily Star  | English

How Islami Bank was taken over ‘at gunpoint’

Islami Bank, the largest private bank by deposits in 2017, was a lucrative target for Sheikh Hasina’s cronies when an influential business group with her blessing occupied it by force – a “perfect robbery” in Bangladesh’s banking history.

8h ago