নারায়ণগঞ্জে দুর্ঘটনায় মোটরসাইকেলচালকের মৃত্যু
নারায়ণগঞ্জের সদর উপজেলায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে মামুন সরকার (২৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার রূপায়ন সিটির গেটের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন সরকার উপজেলার ভূঁইগড় এলাকার আবু তাহের সরকারের ছেলে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘রূপায়ন সিটির গেটের সামনে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক মামুন ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা কাভার্ডভ্যানের চালককে আটক করে পুলিশে দেয়।’
‘নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে’, বলেন পুলিশের এই কর্মকর্তা।
Comments