ব্যাংকে যতো বেশি টাকা, ততো বাড়বে আবগারি শুল্ক

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বাজেট প্রস্তাবে ব্যাংকে যাদের বেশি টাকা রয়েছে তাদের জন্য সুখবর নেই। তাদের জন্য শুল্ক বাড়ছে ৬০ শতাংশ পর্যন্ত।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বাজেট প্রস্তাবে ব্যাংকে যাদের বেশি টাকা রয়েছে তাদের জন্য সুখবর নেই। তাদের জন্য শুল্ক বাড়ছে ৬০ শতাংশ পর্যন্ত।

অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, ডেবিট  বা  ক্রেডিট  নির্বিশেষে  বছরের  যে কোনও  সময়ে ১০ লাখ থেকে ১ কোটি টাকা থাকা অ্যাকাউন্টধারীদের আগামী অর্থবছরে ৩,০০০ টাকা দিতে হবে। যা বর্তমানে ২,৫০০ টাকা। 

এক কোটির বেশি কিন্তু ৫ কোটির কম টাকা ব্যাংকে থাকা ব্যক্তিদের ২৫ শতাংশ বেশি আবগারি শুল্ক দিতে হবে। আগে তারা এক্ষেত্রে ১২ হাজার টাকা আবগরি শুল্ক দিতেন, যা আগামী অর্থবছরে গিয়ে দাঁড়াবে ১৫,০০০ টাকায়।

বছরের কোনো সময় কারো অ্যাকাউন্টে টাকার পরিমাণ ৫ কোটি ছাড়িয়ে গেলে তার আবগারি শুল্ক আগামী অর্থবছরে ৬০ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ৪০,০০০ টাকায়। যা এখন ২৫,০০০ টাকা।

তবে অর্থমন্ত্রীর বক্তব্য অনুসারে, দশ লাখ টাকা পর্যন্ত ডেবিট বা ক্রেডিট থাকা ব্যক্তিদের আগামী অর্থবছরে এই নতুন উচ্চ শুল্ক পরিশোধের প্রয়োজন হবে না।

Comments