প্রথমবার অনলাইনে আয়কর দিলে ২ হাজার টাকা কর রেয়াত

প্রথমবারের মতো অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করবেন যারা, তাদের দুই হাজার টাকা কর রেয়াত দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রথমবারের মতো অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করবেন যারা, তাদের দুই হাজার টাকা কর রেয়াত দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল এবং কর প্রদানের বিষয়টি জনপ্রিয় করতে ২০২০-২১ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব রাখা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ‘আয়কর বিভাগের ডিজিটাল ট্রান্সফরমেশনের ওপর আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। আমি আশা করি দ্রুততম সময়ের মধ্যে আয়কর বিভাগে এ ট্রান্সফরমেশন সম্পন্ন করতে আমরা সক্ষম হব এবং এর ফলে করদাতারা অতি সহজে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ও কর দিতে পারবেন।’

অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, করদাতাগণ কর রেয়াতের এ সুযোগ গ্রহণ করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে উৎসাহিত হবেন, যা আয়কর বিভাগের ডিজিটাল ট্রান্সফরমেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

সাধারণ করদাতাদের করমুক্ত আয়ের সীমা চলতি অর্থবছরের চেয়ে ৫০ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখে উন্নীত করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে অনুসারে বার্ষিক আয় ৩ লাখ টাকা পর্যন্ত হলে কর দিতে হবে না। চলতি অর্থবছরে যা আড়াই লাখ টাকা পর্যন্ত আছে।

 

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

10m ago