ইংল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন আমির-হারিস
ব্যক্তিগত কারণ দেখিয়ে ইংল্যান্ড সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির ও বাঁহাতি ব্যাটসম্যান হারিস সোহেল।
বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে আসন্ন তিন টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজে এই দুই ক্রিকেটারের না থাকার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গেল বছর জুলাইতে আকস্মিকভাবে টেস্টকে বিদায় জানান ২৮ বছর বয়সী আমির। তবে সাদা বলের ক্রিকেটে পাকিস্তান দলের নির্বাচকদের বিবেচনায় আছেন তিনি। আগামী অগাস্টে দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন এই গতিতারকা। তাই স্ত্রীর পাশে থাকতে ইংল্যান্ড সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পাকিস্তানের হয়ে আমির সবশেষ খেলেছেন গেল বছরের নভেম্বরে। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৩ ওভারে ২৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি।
পারিবারিক কারণে সরে দাঁড়ানো ৩১ বছর বয়সী হারিস গেল ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সবশেষ টেস্ট ম্যাচে ৭৫ রানের দারুণ একটি ইনিংস খেলেন। তারও শেষ টি-টোয়েন্টি ছিল অজিদের বিপক্ষে।
আগামী অগাস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ডের মাটিতে সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের। তবে করোনাভাইরাসের কারণে সফরের সূচি এখনও চূড়ান্ত হয়নি।
Comments