একেএম ফজলুল হকসহ একদিনে করোনায় মারা গেলেন ৩ জন ডাক্তার
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর জেড. এইচ. সিকদার উইমেনস মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (অপথালমোলজি) ডা. একেএম ফজলুল হক মারা গেছেন।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ২ মিনিটে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রেজা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল ডা. একেএম ফজলুল হকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। আজ বিকালে তার কার্ডিয়াক অ্যারেস্ট হলে সন্ধ্যার দিকে মারা যান।’
ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, ‘ডা. একেএম ফজলুল হক স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কাজ করেছেন। পরে অবসর নিয়ে তিনি জেড. এইচ. সিকদার উইমেনস মেডিকেল কলেজে যোগদান করেন। তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। সেসময় তিনি পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়ে নির্যাতনের শিকার হয়েছিলেন।’
তিনি জানান, ডা. একেএম ফজলুল হককে নিয়ে আজ একদিনে করোনায় ৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। সারাদেশে করোনায় ইতোমধ্যে মারা গেছেন ২৯ জন চিকিৎসক। এ ছাড়া, করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন চিকিৎসক। গতকাল রাত পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৩ জন চিকিৎসক।
আরও পড়ুন:
করোনায় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ারের মৃত্যু
করোনায় বঙ্গবন্ধু মেডিক্যালের ডা. গাজী জহিরুল হাসানের মৃত্যু
Comments