বিহার সীমান্তে নেপালি সীমান্তরক্ষীর গুলিতে ১ জন ভারতীয় নিহত, আহত ২

বিহারের সীতামারী সংলগ্ন ইন্দো-নেপাল সীমান্তে নেপালি সীমান্তরক্ষীর গুলিতে একজন ভারতীয় মারা গেছেন। এ ঘটনায় আরও দুই ভারতীয় গুলিবিদ্ধ হয়েছেন।
India-Nepal-1.jpg
ছবি: এনডিটিভি থেকে নেওয়া

বিহারের সীতামারী সংলগ্ন ইন্দো-নেপাল সীমান্তে নেপালি সীমান্তরক্ষীর গুলিতে একজন ভারতীয় মারা গেছেন। এ ঘটনায় আরও দুই ভারতীয় গুলিবিদ্ধ হয়েছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারত-নেপাল সীমান্তে নজদারির দায়িত্ব থাকা বাহিনী সশস্ত্র সীমা বল (এসএসবি) এর ডিজি সংবাদ সংস্থা পিটিআইকে জানান, এসময় লগন যাদব নামে এক ভারতীয়কে গ্রেপ্তার করেছে নেপালি সীমান্তরক্ষী বাহিনী।

এসএসবি’র পাটনা ফ্রন্টিয়ারের আইজি সঞ্জয় কুমার বলেন, ‘আমাদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। স্থানীয়দের সঙ্গে নেপালের সশস্ত্র বাহিনীর সংঘর্ষে এক জন নিহত ও দুজন গুলিবিদ্ধ হয়েছেন।’

প্রতিবেদনে বলা হয়েছে, নিহত বিকাশ যাদবের (২২) পেটে গুলি লেগেছিল। উমেশ রাম আর উদয় ঠাকুরকে সীতামারীর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Tawfiq-e-Elahi arrested in Gulshan

Former prime minister Sheikh Hasina's Energy Adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from Dhaka's Gulshan tonight.

3h ago