রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ২ বিজিবি সদস্য নিহত
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে আজ শনিবার এক সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের দুই সদস্য মারা গেছেন।
গোদাগাড়ী থানার উপ-পরিদর্শক আবদুল খালেক জানান, মৃত জুবায়ের এবং সাদ উভয়েই দুজনই চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নে ল্যান্স নায়েক মর্যাদার সদস্য ছিলেন।
ঘটনাস্থলে থাকা এই পুলিশ কর্মকর্তা বলেন, গোদাগাড়ী সরকারি কলেজ থেকে ১০০ গজ দূরে সকাল পৌণে ৮টায় দুর্ঘটনা ঘটে। রাজশাহীগামী বিজিবির একটি ট্রাক চাঁপাইনবাবগঞ্জগামী একটি গার্মেন্টসের মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে উভয় ট্রাক উল্টে যায়।
জুবায়ের ঘটনাস্থলেই মারা যান এবং সাদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে যোগ করেন তিনি।
আবদুল খালেক আরও জানান, গার্মেন্টসের মালবাহী ট্রাকটি নরসিংদী থেকে আসছিল এবং বিজিবির ট্রাকটি প্রায় ২০ জন সদস্য নিয়ে রাজশাহীতে একটি প্রশিক্ষণ কোর্সের জন্য যাচ্ছিল।
Comments